খাগড়াছড়িতে কর্মহীনদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)'র ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে কর্মহীনদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুল তলায় ত্রাণ বিতরণ করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ১৩২টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতারা।

ত্রাণ বিতরণকালে তেঁতুলতলা এলাকার কার্বারী ক্যাজ মারমা, জেএসএস (এমএন লারমা) দলের সদর থানা কমিটির সদস্য সুনীল চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহামারি করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। এরই ধারাবাহিকতায় পার্টির অর্থায়নে সামান্য ত্রাণ অসহায়দের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সকল বিত্তবানদের গরীব অসহায়, কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয় সংগঠনের পক্ষ হতে।