করোনাঃ রাঙামাটি সরকারী কলেজে অনলাইনভিত্তিক পাঠদান কার্যক্রম চালু
![]()
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে দেশে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে ক্লাসের সুযোগ থাকলেও, ব্যবস্থা নেই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের। তবে দেশের বেশ কয়েকটি কলেজ ইতিমধ্যেই নিজস্ব উদ্যেগে তাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এরই অংশ হিসেবে এবার রাঙামাটি সরকারি কলেজও নিজস্ব ব্যবস্থাপনায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে।
গত ২০শে এপ্রিল সোমবার রাতে কলেজটির নিজস্ব ওয়েবসাইটে অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রাঙামাটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তথ্য প্রযুক্তি নির্ভর দূর শিক্ষণ পদ্ধতিতে ক্লাস ২২/০৪/২০২০ খ্রি: তারিখ থেকে অনুষ্ঠিত হবে। কলেজটির অফিসিয়াল ফেসবুক পেইজে এসব ক্লাস চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শ্রেণির সকল শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসে অংশ নিতে আহবান জানানো হয়।
এদিকে অনলাইনভিত্তিক ক্লাসের বিষয়ে জানতে চাইলে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দীন জানান, “এটি আমাদের নিজস্ব একটি উদ্যেগ। চট্টগ্রাম বিভাগে আমরাই প্রথম এই উদ্যোগ নিয়েছি। আমাদের শিক্ষকমন্ডলী গতকাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস গুলো অনলাইনে নেওয়া শুরু করেছে। তবে লকডাউন বাড়লে অনার্স-ডিগ্রির ক্লাসও অনলাইনে নেওয়া হবে।