বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডার কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে ফের মেক্সিকোর রাষ্ট্রদূত নিয়োগ
 
                 
নিউজ ডেস্ক
বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের কর্মকর্তা চুক্তিতে খাগড়াছড়ির কৃতি সন্তান সুপ্রদীপ চাকমাকে ফের মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে মঙ্গলবার (৫ মে) চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ৪ মে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।
পার্বত্য খাড়াছড়ির কৃতি সন্তান সুপ্রদীপ চাকমাকে ২০১৪ সালের মার্চে মেক্সিকোতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল সরকার। এর আগে তিনি ভিয়েতনামের রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সুপ্রদীপ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন।
