বান্দরবানের দুর্গম ম্রো পাড়ায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা - Southeast Asia Journal

বান্দরবানের দুর্গম ম্রো পাড়ায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনা প্রভাবে অসহায়, দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে নিজেদের রেশন বাঁচিয়ে ত্রাণ বিতরণের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম ম্রো পাড়ায় মুরং সম্প্রদায়ের লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৮ মে) সকালে আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম ইউনিয়নের ইয়ংকি মুরুং পাড়া ও মোস্তাক পাড়ার হতদরিদ্র উপজাতি মুরুং ও বাঙ্গালী পরিবারের মাঝে এসব ত্রাণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলীকদম জোনের লেঃ মীর মাহদী। অন্যান্যাদের উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইহসান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, চ্যানেল আই প্রতিনিধি ঈসমাইল হাসান, ভারপ্রাপ্ত প্রেসক্লাব সেক্রেটারী এসএম জিয়াউদ্দিন জুয়েল ও সহকারি শিক্ষক মেনতক ম্রো প্রমুখ।

এসময় ত্রাণ বিতরণের পাশাপাশি সর্দার পাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানিও বিতরণ করে সেনা সদস্যরা।