বান্দরবানে ঈদে দোকানপাট না খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের - Southeast Asia Journal

বান্দরবানে ঈদে দোকানপাট না খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

আসন্ন ঈদ উপলক্ষ্যে সরকারি ভাবে শপিং মল বা দোকান খোলার অনুমতি দেয়া হলেও বান্দরবানে জেলা প্রশাসনের সাথে এক সভায় দোকানপাট না খোলার সিদ্ধান্তের কথাই জানালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

৮মে শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সভা শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, সভায় সরকারের বেঁধে দেয়া নিয়মকানুন মেনে শপিং সেন্টার বা দোকান খোলার বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন। এতে বান্দরবানের বিভিন্ন মার্কেটের মালিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসায়ীরা বেশ কয়েকটি কারণ দেখিয়ে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে তাদের মতামত জানায়। কারনগুলো হলো;

১. বান্দরবানের বেশিরভাগ মার্কেটের কর্মচারিরাই আশপাশের জেলা থেকে এসে চাকরি করেন। বর্তমান পরিস্থিতিতে তাদের বেশিরভাগই নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে কর্মচারি সংকটে দোকান চালু করা কঠিন।

২. প্রতিটি মার্কেটে সব সময় হ্যান্ড স্যানিটাইজার, সাবান-পানি রাখা সম্ভব না-ও হতে পারে।

৩. জেলার বাইরে থেকে পাইকারি মালামাল আনা সম্ভব হচ্ছেনা, ফলে ঈদ উপলক্ষে বিক্রি করার মত হাল ফ্যাশনের পণ্য কোনো দোকানদারের কাছে নেই।

৪. শারিরীক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ব্যবসায়ী এবং তাদের কর্মচারিরা সচেতন থাকলেও জনগণকে সবসময় সচেতন রাখার নিশ্চয়তা দেয়া যাবে না। ফলে এসব নিয়মকানুন অমান্য করার দায়ে মোবাইল কোর্ট বা পুলিশী ব্যবস্থার চাপে থাকবেন ব্যবসায়ীরাই।

এসব অবস্থা বিবেচনায় আপাতত শপিং সেন্টার বা দোকান না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী প্রতিনিধি