গুইমারায় চাঁদা না পেয়ে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক আনারস বাগান কর্তনের অভিযোগ - Southeast Asia Journal

গুইমারায় চাঁদা না পেয়ে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক আনারস বাগান কর্তনের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে এক কৃষকের ফলসহ ৫হাজার আনারস গাছ কর্তনের অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীতপন্থি ইউপিডিএফের বিরুদ্ধে।

১৫মে শুক্রবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দক্ষিন ফকির নালায় এ ঘটনা ঘটে। এতে কৃষক মোঃ ডালিম আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করছেন।

কৃষক ডালিম জানান, ইউপিডিএফের স্থানীয় চাঁদা কালেক্টর দূর্জয় চাকমা গত ১৪মে সকাল ১১ এবং সন্ধ্যায় ৭টায় তার মোবাইলে কল দিয়ে তার কাছে চাঁদা দাবি করে। এসময় তিনি বলেন, গত ১৫/২০ দিন পূর্বে বিকাশে ২হাজার টাকা দিয়েছেন, কিন্তু কালেক্টর দূর্জয় বলেন সে টাকা পায়নি। এ নিয়ে মোবাইলে দুজনের মধ্যে কথাকাটি হয়। পরে দূর্জয় চাকমা অনেক বড় ক্ষতির হুমকি দেয় তাকে। পরবর্তীতে সকালে বাগানে গিয়ে দেখেন তার পুরো আনারস বাগান কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।