চট্টগ্রামের দুর্গম পাহাড়ী এলাকায় অস্ত্র কারখানার সন্ধান, র‌্যাবের অভিযানে আটক ২ - Southeast Asia Journal

চট্টগ্রামের দুর্গম পাহাড়ী এলাকায় অস্ত্র কারখানার সন্ধান, র‌্যাবের অভিযানে আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। ১৪ মে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজন কারিগরকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানায় সকাল সাড়ে ৬টার দিকে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র তৈরীর প্রধান কারিগর আসামী মোঃ রোকন (৩৮), ও মোঃ আবদুল (৩২)কে আটক করতে সক্ষম হয় তারা।

আটককৃত মোঃ রোকন রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরুশীয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং মোঃ আবদুল একই এলাকার জয়নালের ছেলে বলে জানা যায়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহদুল হাসান মামুন জানান, পরবর্তীতে আটককৃত আসামীদের নিয়ন্ত্রনাধীন পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অনুসন্ধান চালিয়ে ৪ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র‌্যাব।