উচহ্লা ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ায় ১৩৫ সদস্যের কমিটি গঠন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রাজবন বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত উচহ্লা ভান্তের মরদেহ চট্টগ্রামের রাউজানের খৈয়াখালি থেকে বান্দরবানে ফিরিয়ে আনা ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ১৩৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
১৬মে শনিবার বিকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে বৌদ্ধ ভিক্ষু সংঘের সাবেক সভাপতি সৈমা মহাথেরোর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় অন্যান্যদের মধ্যে রাজপুত্র নু মং প্রু , বোমাং রাজার প্রতিনিধি মং ঙৈ প্রু চৌধুরী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বৌদ্ধ ভিক্ষু , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উচহ্লা ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়াকে সামনে রেখে বান্দরবানে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, ১৪ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটি এবং ১১৩ জন সদস্য বিশিষ্ট মূল কমিটি গঠন করা হয়েছে।
তবে কখন, কোথায়, কিভাবে এটি হবে এবং তাকে কখন বান্দরবানে আনা হবে তার তারিখ সমূহ এখনো নির্ধারণ করা হয়নি।