বান্দরবানে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪জন
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। গত ২৭শে মে বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা.অং শৈ প্রু মার্মা এ তথ্য জানান। নতুন আক্রান্তদের মধ্য বান্দরবান সদরে ২জন রুমা উপজেলায় ১জন ও রোয়াংছড়ি উপজেলায় ১জন।
বুধবার কক্সবাজার ল্যাবে বান্দরবান জেলার ৬১টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের পজেটিভ আসে। আক্রান্তদের নমুনা গত ২০ তারিখে পাঠানো হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বুধবার বান্দরবান জেলায় নতুন করে ৪জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের কালাঘাটা এলাকায় ১৮ বছরের এক যুবক লুম্বিনী গার্মেন্টস এর ২৮ বছরের একজন পোষাক কর্মী রুমা পাইলট পাড়ার ১১ বছরের একটি শিশু ও রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নের ৫৩ বছরের এক মহিলা। গত ২০ তারিখে উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজারে পাঠানো হয়। ২৭ তারিখ তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
