বান্দরবানে ৯৩ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ৫
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে ৯৩ লিটার দেশীয় চোলাই মদসহ ৫জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪জনই নারী। আটককৃতরা হলেন নুমিপ্রু মার্মা (৩০), ক্র্যামেনু মার্মা (২৫), মাঞো মার্মা (৫০), উমেনু মার্মা (৪০), উছহ্লা মার্মা (৩৫)।
জানা যায়, গত শনিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার উপপুলিশ পরিদর্শক প্রনব কান্তি দাশের নেতৃত্বে সঙ্গীয়দের সাথে বান্দরবান সদর থানাধীন ৪নং সুয়ালক ইউপিস্থ ৭নং ওয়ার্ড বারোমাইল এলাকাস্থ ওয়াই জংশন আর্মি চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দ্যেশ্য মজুদকৃত ৯৩ লিটার দেশীয় চোলাই মদ নিজ হেফাজতে রাখার দ্বায়ে উক্ত ৪ নারী ও এক পুরুষ সহ ৫ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা উক্ত দেশীয় তৈরী চোলাই মদ মাহিন্দ্র সিএনজি যোগে বান্দরবান সদর হইতে কম দামে ক্রয় করে ওয়াই জংশন বাজার এলাকায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রিয় করে। এভাবে বিভিন্ন এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে তা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।
বান্দরবান সদর থানার ওসি আঃ জলিল সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের আইনানুক ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
