বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত - Southeast Asia Journal

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সংস্পর্শে থাকায় নতুন করে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগসহ ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। অন্য দুজন হলেন, জেলার মহিলা আওয়ামীলীগ নেত্রী এমে চিং মার্মা ও গৃহ পরিচারক থোয়াইংচ প্রু।

জেলার সিভিল সার্জন ডা.অংসুই প্রু জানান, গত বৃহষ্পতিবার (৪ঠা জুন) তাদের সবার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিলো। ৭জুন রবিবার আসা রিপোর্টে এই তিন জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে, তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

তবে পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘আমি করোনায় আক্রান্ত, পরিবারের সবাই চিন্তা করছে, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে ফিরতে পারি।’

প্রসঙ্গত, ৭জুন রবিবার সকাল ১১টা ১০ মিনিটে সামরিক হেলিকপ্টার যোগে বান্দরবান সেনা জোন থেকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।