রাঙামাটির নানিয়ারচরে বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা সন্ত্রাসীদের
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে মোঃ রাসেল আহম্মদ (২৬) নামের এক বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দূর্গম সাবেক্ষ্যং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র মতে, সোমবার রাতে একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি পাড়ার ব্যবসায়ী রাসেলের দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি ঠোঁটে গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক ব্যবসায়ী রাসেলের বড় ভাই ও পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ রিপন এবং তার স্ত্রী ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করান। তবে গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আঘাত গুরুতর হয়নি বলে জানা যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল এলাকাটি আঞ্চলিক দল প্রসীত পন্থি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন হওয়ায় এটি ইউপিডিএফের সন্ত্রাসীরাই ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা স্থানীয়দের।