খাগড়াছড়িতে নতুন করে ৮ পুলিশ সদস্যসহ ১০জন করোনায় আক্রান্ত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নতুন করে ৮ পুলিশ সদস্যসহ ১০জন করোনায় আক্রান্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ পুলিশ সদস্যসহ আরো ১০জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২৫ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্যের সংখ্যা ৫২ জন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৪‘শ ৫০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তারমধ্যে ফলাফল এসেছে ১১‘শ ৩৪জনের।

খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, জেলায় এ পর্যন্ত ৫২ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যরা সকলে কক্সবাজারের উখিয়ায় দায়িত্ব পালন শেষে ফেরত। এরা সকলে হোম আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ইতোমধ্যে অনেকে সুস্থ হয়েছেন।