মহালছড়িতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সড়ক ও জনপদ বিভাগের বর্ধিত রাস্তা ও ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খাগড়াছড়ি হতে রাঙ্গামাটি সংযোগ সড়কের মহালছড়ি অংশের লেমুছড়ির এলাকায় রাস্তা বর্ধিতকরণ, পাকা ড্রেন নির্মাণ ও মেরামতের কাজে নিম্নমানের ইটের খোয়া ও কম সিমেন্ট ব্যবহারসহ অধিক পরিমাণে বালু দিয়ে রাস্তার পাশে ড্রেন পাকা করার কাজ চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের বালু, ইট ও নিম্নমানের খোয়া দিয়ে বর্ধিত রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। পরিমান মত সিমেন্ট ও বালু মেশানোর কথা থাকলেও সিমেন্টের পরিবর্তে অধিক পরিমাণ বালু দিয়ে রাস্তা ও ড্রেনের কাজ চলিতেছে। নিম্নমানের কংকর ও কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। রাস্তার দুই পাশে প্রথম শ্রেণির ইট দিয়ে রেইজিং করার কথা থাকলেও করা হচ্ছে তৃতীয় শ্রেণির ইট দিয়ে, কোথাও কোথাও দ্বিতীয় শ্রেণির ইট দিয়ে। এতে এলাকাবাসীসহ উক্ত রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উক্ত এলাকায় বসবাসকারী শান্তি রঞ্জন চাকমা বলেন, রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি চলমান রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজে সরকারি দরপত্রে ঘোষিত মান অনুযায়ী ইট, খোয়া ও সিমেন্ট যথাযথ পরিমাণে বালু ব্যবহৃত হওয়ার কথা থাকলেও কোন কিছুর সঠিক নিয়ম তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের খেয়াল খুশি মত কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ট্রাক চালক মোঃ আব্দুর রহিম বলেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে থাকি। নিম্নমানের ইট, খোয়া ও অধিক পরিমাণে বালু দিয়ে কাজ করলে এই মেরামতের কাজ বেশিদিন টিকবে না ।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা জানান, কাজটি নিয়ে তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
