বান্দরবানে সেনা টহলে জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গুলিতে উপজাতি এক নারী নিহতসহ আহত এক শিশু - Southeast Asia Journal

বান্দরবানে সেনা টহলে জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গুলিতে উপজাতি এক নারী নিহতসহ আহত এক শিশু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়িতে সেনা টহলে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের গুলিবর্ষনের খবর পাওয়া গেছে। এছাড়া সন্ত্রাসীদের গুলিতে এক নারী  নিহত ও এক শিশু আহত হয়েছে।

সূত্র মতে, রোয়াংছড়ি উপজেলার অংগাইপাড়া নামক স্থানে চাঁদাবাজ জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে গত ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে সেনাবাহিনীর তিনটি টহল দল অবস্থান নেয়। সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে, সন্ত্রাসীদের আটক করতে সেনাবাহিনী তাদের পিছনে ধাওয়া করে এবং উক্ত এলাকায় অনুসন্ধান চালায় সেনা সদস্যরা। অনুসন্ধানের এক পর্যায়ে উক্ত এলাকায় স্থানীয় একজন মহিলা এবং ৪ বছরের একটি শিশুকে আহত অবস্থায় দেখতে পায় তারা। এসময় উক্ত আহত মহিলা এবং শিশুটিকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে এবং চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে আহত মহিলাটি মৃত্যুবরণ করেন। বর্তমানে উক্ত মহিলার মৃতদেহ এবং আহত শিশুটি রোয়াংছড়ি সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, অংগাইপাড়া অরণ্য সমৃদ্ধ ও পাহাড়ি গহীন এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সহজেই সেখানে আত্মগোপন করে। তবে বর্তমানে অংগাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে উক্ত সন্ত্রাসীরা গত ৭ জুলাই জেলা সদরের রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় গুলি করে ৬ জনকে হত্যা ও ৩ জনকে আহত হওয়ার ঘটনার সাথে জড়িত।

এর আগে, গত ৭ জুলাই মঙ্গলবার সকাল ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (এমএন লারমা)’র ৬ নেতাকর্মী নিহত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয় ৩জন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।