রাখাইনে আরাকান আর্মি ও সেনাবাহিনীর সংঘর্ষ, সামরিক ও বেসামরিক লোকজন নিহত - Southeast Asia Journal

রাখাইনে আরাকান আর্মি ও সেনাবাহিনীর সংঘর্ষ, সামরিক ও বেসামরিক লোকজন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের রতেদং ও বুধিদং টাউনশিপে গত রোববার (২রা আগষ্ট) ও সোমবার (৩রা আগষ্ট) দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সংঘর্ষে সামরিক বাহিনীর অফিসার, সৈনিকসহ বেশ কয়েকজন বেসামরিক লোকজনও নিহত হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, গত ২রা আগষ্ট রোববার রথেদং টাউনশিপের ইন দিন-তুগপিয়ো রাস্তায় পাহারারত সীমান্ত রক্ষা পুলিশের ওপর গুপ্ত হামলা চালায় আরাকান আর্মি। এসময় এক পুলিশ অফিসার নিহত ও আরো কয়েকজন আহত হয়।

রথেদংয়ের একজন অধিবাসী উ মং স উইন বলেন, একজন অভিবাসন কর্মকর্তাসহ অন্তত ১০ জন সামরিক ও পুলিশ সদস্য নিহত হয়েছে। সংঘর্ষ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সেখানে প্রায় ১০০ পুলিশ ও ৩০০ সৈন্য ছিল। আর আরাকান আর্মির সদস্য ছিল প্রায় ৬০০। এছাড়া আরো সংঘর্ষের আশঙ্কায় অনেক লোক এলাকা ছেড়ে চলে গেছে।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, আরাকান আর্মি তাদের ওপর গুপ্ত হামলা চালিয়েছিল। তারা সকাল ১০টা-১১টার দিকে হামলা চালায়। দ্বিতীয় দফা চলায় বেলা আড়াইটার দিকে। এছাড়া গত ৩রা আগষ্ট সোমবার ইন দিন গ্রামে সৈন্য ও সরকারি কর্মকর্তারা হামলার মুখে পড়ে। এতে মিয়ানমার সামরিক বাহিনীর কয়েকজন সৈন্য মারা গেছে, কয়েকজন আহত হয়েছে। পুলিশ অফিসার ও একজন অভিবাসন কর্মকর্তাও মারা গেছে। এর বাইরে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর কয়েকজন নিখোঁজ রয়েছে। মিয়ানমার সামরিক বাহিনী এখন নিরাপত্তা অভিযান চালাতে যাচ্ছে।

সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আরাকান আর্মির সদস্যরা বুধিদং ও রথেদং এলাকার কোথাও মোতায়েন রয়েছে। আমরা পাল্টা অভিযান চালানোর কথা ঘোষণা করছি। তিনি বলেন, ইন দিন গ্রামের পশ্চিম দিকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) আগে উপস্থিতি ছিল।