যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন - Southeast Asia Journal

যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়নের বাঘমারায় চিং ক্যা উ কারবারী পাড়ার বাসিন্দা ও যুবলীগ কর্মী মং চ উ মারমা’কে উপজাতি সন্ত্রাসী কতৃক গুলিকরে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মুজিবুর রহমান বলেন, অপরাধীদের শাস্তি না দিয়ে পুরষ্কৃত করলে অপরাধ বাড়বে। পার্বত্য অঞ্চলের সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি ও সাধারণ জনগণসহ ৩০ হাজার হত্যাকান্ডের খুনি সন্তু লারমা ও তার সংগঠন জেএসএস। তারাই শান্তিচুক্তি করে তারাই চুক্তির শর্ত ভঙ্গ করছে। বঙ্গবন্ধু’র হত্যাকারী, স্বাধীনতা বিরোধীদের যেরকম বিচার হয়েছে, তেমনি তিনি অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিরীহ লোকজন হত্যাকারীদের কঠোর বিচারের দাবি জানান এবং এই নারকীয় হত্যাকান্ড প্রতিরোধ করতে পার্বত্য অঞ্চলে আরো সেনা ও র‌্যাব ক্যাম্প স্থাপনের জোর দাবী জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক কাজী মোঃ নাছিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমানসহ সংগঠনটির নেতা-কর্মীরা।