টেকনাফে বিজিবির অভিযানে ৪ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে প্রায় বার কোটি বাহাত্তর লক্ষ টাকা মূল্যমানের ৪ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

সূত্র মতে, বিজিবি দমদমিয়া বিওপির আইয়ুবের জোড়া বরাবর নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক রাত ৮টার দিকে টহলদল কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকার বিআরএম-০৯ হতে আনুমানিক ৩০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দূর হতে টহল দলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নদীর কিনারায় বস্তাগুলো ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে লাফিয়ে নাফ নদীতে নেমে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া পাঁচটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভেতর হতে ৪ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা পাচারকারীদের আটকের লক্ষ্যেউক্ত এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২ ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।