মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী আর নেই - Southeast Asia Journal

মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী মারা গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩০ আগষ্ট তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি ছিলেন।

You may have missed