বাংলাদেশে বিনিয়োগ করলে নিজ দেশের প্রতিষ্ঠান গুলোকে ভর্তুকি দিবে জাপান
নিউজ ডেস্ক
চীন থেকে কারখানা সরিয়ে নিতে জাপানি কোম্পানি গুলোর জন্য আর্থিক সুবিধা ঘোষনা করেছিল জাপান সরকার। সরকার ২.২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা ঘোষনা করে মূলত কারখানাগুলি জাপানে স্থানান্তর করার জন্য। ২২০ বিলিয়ন ইয়েন সহায়তা ঘোষনা করা হয় জাপানে স্থানান্তর করা হলে এবং জাপান বাদে অন্য দেশে স্থানান্তর করার ক্ষেত্রে ২৩.৫ বিলিয়ন ইয়েন বা প্রায় $২২০ মিলিয়ন ডলার প্যাকেজ সহায়তা ঘোষনা করা হয়।
এই সহায়তা প্যাকেজের জন্য দ্বিতীয় দফা আবেদন গ্রহণ করার সময় জাপান ঘোষনা দিয়েছে আশিয়ান ভুক্ত দেশ এবং অন্য কিছু দেশের পাশাপাশি বাংলাদেশ বা ভারতে কারখানা সরিয়ে নিলেও এই সহায়তা পাবার উপযুক্ত হবে জাপানি প্রতিষ্ঠানগুলো।
চলমান মহামারীতে চীন নির্ভর সাপ্লাই চেইন ভেঙ্গে পড়ে। এতে জাপানিজ কোম্পানিগুলি ক্ষতিগ্রস্থ হয়, আর এজন্যই চীন নির্ভরতা কমিয়ে জাপান চাচ্ছে সাপ্লাই চেইন উৎস বহুমুখী করতে যেন তাদের কোম্পানির উৎপাদন বাধাগ্রস্ত না হয়। প্যাকেজের অধিনে ইতোমধ্যে অনেক জাপানি কোম্পানি দক্ষিণ পূর্ব এশিয়ায় সরিয়ে নিয়েছে। কিছু কোম্পানি ভিয়েতনামে বিনিয়োগ করেছে। বাংলাদেশকে এই প্যাকেজের আওতায় আনার জন্য বাংলাদেশে জাপানিজ বিনিয়োগের গতি আসবে বলে আশা করা হচ্ছে।