বিজিবির অভিযানে যশোর সীমান্ত হতে বিপুল পরিমান ভারতীয় অস্ত্র, গুলি ও গাঁজাসহ আটক ৩
 
                 
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে যশোর সীমান্ত হতে ভারতীয় ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, গুলি ৫০ রাউন্ড এবং ১৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ (৫ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবিঃ সিগঃ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ২১/৬ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং ঘিবা নামক স্থান হতে ভারতীয় ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজাসহ ৩ জন আসামী আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলাস্থ ঘিবা এলাকার এজুবার মিয়ার ছেলে মোঃ সাজজুল (৩০), সর্বাঙ্গহুদা গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০) ও একই গ্রামের মোঃ শহিদ বিশ্বাসের ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৫)।
আটককৃত ভারতীয় অস্ত্র, গোলাবারুদ এবং গাঁজাসহ আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
