বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের অস্ত্র উদ্ধার
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে গত ৪ঠা সেপ্টেম্বর অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধারের পর আবারো অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের দূর্গম ছাগলখাইয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন লেদুরমুখ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র মতে, সন্ত্রাসীরা অস্থায়ী আস্তানা তৈরী করে অস্ত্র মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে ১১ বিজিবি ব্যাটালিয়নের ছাগলখাইয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন লেদুরমুখ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮টি দেশীয় অস্ত্র (একনালা বন্দুক) ও সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসবিবিএল উদ্ধার করে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদ অভিযান ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সকালে লেদুরমুখ এলাকার পাহাড়ি অরণ্যে অভিযান চালায়। এ সময় ৮টি দেশীয় অস্ত্র (একনালা বন্দুক) ও সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসবিবিএল উদ্ধার করা হয়। যা পরে অস্ত্র থানায় জমা করা হয়েছে।
এর আগে, গত ৪ঠা সেপ্টেম্বর একই ইউনিয়নের মামা-ভাগিনার ঝিরি থেকে আরো ৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছিল বিজিবি।
