খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালে আসামী মোঃ মোখলেছ মিয়ার সাথে উপজেলার বড়পিলাক এলাকার বাসিন্দা মোঃ ফারুক মিয়া এর কন্যা জান্নাত বেগমের বিয়ে হয়। তাদের সংসারে জুবায়েদ (১৮ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন ইস্যুতে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ঘাতক মোঃ মোখলেছ মিয়া তার স্ত্রী জান্নাতের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় জান্নাতের পিতা মোঃ ফারুক বাদী হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
