কক্সবাজারে র‌্যাবের হাতে ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক - Southeast Asia Journal

কক্সবাজারে র‌্যাবের হাতে ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ মোঃ আকতার মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। গত বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আকতার মিয়া উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুপপতী এলাকার শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, উপজেলার কোটবাজার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯শ ৮০পিস পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।