জম্মু-কাশ্মীরে অস্ত্রধারীর হামলায় ৩ বিজেপি কর্মী নিহত
নিউজ ডেস্ক
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে অস্ত্রধারীর হামলায় ৩ বিজেপি কর্মী নিহত হয়েছেন। কুলগামে শহরের ওয়াই কে পোরা এলাকায় গাড়িতে চড়ে যাবার পথে হামলার শিকান হন তারা। কাশ্মীরের পুলিশ বলছে, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, নিহত তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মহম্মদ রমজান। তিন জনই কুলগাম জেলার ওয়াই কে পোরার বাসিন্দা। হামলায় জড়িতদের এখনো আটক করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীরের প্রশাসন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে ধরপাকড় চালানোয় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জম্মু-কাশ্মীরে। বিজেপি কর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ওমর আব্দুল্লাহও নিন্দা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, মোদি সরকার গেল বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই অশান্ত এই অঞ্চলটি। এর প্রতিবাদ জানালে অমানবিক দমন-পীড়ন চালানো হয় কাশ্মীরিদের ওপর। গুমের শিকার হন অনেক তরুণ। এ ঘটনায় নিন্দা জানিয়ে আসছে অ্যামনেস্টিসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।