চট্টগ্রামে র‌্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

চট্টগ্রামে র‌্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. জহির (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-৭। আটক মো. জহির উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-উ-৪ এর মো. ইউসুফের ছেলে। তিনি সাতকানিয়া ছদাহা এলাকার এক নারীকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. জহির নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জহির জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন জহির। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৯৮ লাখ টাকা। আটক রোহিঙ্গা যুবককে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।