পাল্টাপাল্টি সাইবার হামলার তীব্র নিন্দা ভারতীয় হাইকমিশনের
 
নিউজ ডেস্ক
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিংয়ের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ফেসবুকে দেয়া এক পোস্টে ভারতীয় হাইকমিশন লিখেছে, আমরা অত্যন্ত আক্ষেপের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতীয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা কিছু গোষ্ঠী সর্বসাধারণ ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিং করছে। এগুলো স্পষ্টতই কিছু বিভ্রান্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত নিন্দনীয় কাজ। হাইকমিশন ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ওপর এমন আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।
হাইকমিশন আরও লিখেছে, আমরা আমাদের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আত্মীয়তার গভীর বন্ধনে আমাদের বিশ্বাসকে পুনরায় ব্যক্ত করছি।
এর আগে, মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গাত্নক চিত্র প্রদর্শন ও দেশটির প্রেসিডেন্ট’র বক্তব্যের জবাবে সেদেশে সাইবার হামলা চালায় বাংলাদেশঅ হ্যাকাররা। এরই প্রেক্ষিতে পরবর্তীতে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ে বাংলাদেশ ও ভারতের নেটিজেনরা। এমনকি দুটি দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকও করে এসব হ্যাকাররা।
