টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১, রোহিঙ্গাদের হাতে স্থানীয় যুবক খুন - Southeast Asia Journal

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১, রোহিঙ্গাদের হাতে স্থানীয় যুবক খুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। গ্রেপ্তার মো. ফয়সল হোসেন (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ার মো. মীর কাসেমের ছেলে।

লে. কর্নেল ফয়সল বলেন, বৃহস্পতিবার ভোরে উলুবনিয়া মধ্যমপাড়ায় মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়। এক পর্যায়ে ব্যাগ হাতে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটি ধানক্ষেতের ভেতর দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। লোকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় পাশের ধানক্ষেত থেকে লোকটি দৌঁড়ে পালানোর সময় ছুড়ে ফেলা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ইয়াবা। বিজিবি অধিনায়ক জানান, সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

অন্যদিকে, একই উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামের এক স্থানীয় এক যুবক খুন হয়েছে ৷ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হ্নীলা জাদিমোরা নয়াপায়া ২৬ নং ক্যাম্পের সংলগ্ন আবুল বশরের বাড়ীর আঙ্গিনায় এঘটনা ঘটে৷ নিহতের চাচা আবুল হাশিম জানান, সকাল ১১টায় হঠাৎ জাকির ডাকাতে নেতৃত্বে ৭/৮জনে রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে কোন কথা ছাড়ায় আমার ভাতিজা শুক্কুরকে টেনে-হেছড়ে ঘর থেকে বের করে তিনটি গুলি করে আমাকে হত্যার হুমকি দিয়ে ক্যাম্পের দিকে চলে যায়৷ তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো যানা যায়নি৷