টেকনাফে রোহিঙ্গা ডাকাত জকিরের আস্তানায় অভিযান, অস্ত্র ও ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক
রোহিঙ্গা ডাকাত জকিরকে গ্রেফতার করার জন্য কক্সবাজারের টেকনাফে তার আস্তানায় অভিযান চালিয়েছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। অভিযানে তারা সেখান থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে। অভিযান, অস্ত্র ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়াতুল ইসলাম।
তিনি জানান, ৮ নভেম্বর রবিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে ডাকাত জকির অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশের দায়িত্বে নিয়োজিত এএসপি তফাজ্জুল হোসেন ও পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমানের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এসময় পুলিশ এইচ ব্লকে ডাকাতদের ডেরায় অভিযান চালিয়ে ১টি এক নলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৯৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।