বান্দরবানে বিজিবি ও বনবিভাগের যৌথ অভিযানে ১ হাজার ঘনফুট গর্জন কাঠ জব্দ - Southeast Asia Journal

বান্দরবানে বিজিবি ও বনবিভাগের যৌথ অভিযানে ১ হাজার ঘনফুট গর্জন কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে বিজিবিও বনবিভাগের যৌথ অভিযানে এক হাজার ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বনবিভাগ ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ইয়াংনং পাড়ার ম্রওয়া ঝিরিতে বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ রাখা ৩’শ ৬৫ টুকরা অর্থাৎ ১ হাজার ২৬ ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। এর মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন সরকার বলেন, অবৈধভাবে গাছ, কর্তন ও পাচার প্রতিরোধে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পরিচালিত অভিযানে ৩৬৫ টুকরো অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। তবে এই কাঠের মালিককে খুঁজে না পাওয়ায় অজ্ঞাত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।