চট্টগ্রাম থেকে কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক - Southeast Asia Journal

চট্টগ্রাম থেকে কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এই রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে। এই বাড়িতে ভাড়া থাকা রোহিঙ্গা দম্পতির বাসায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নগদ ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৫৩০০ পিস ইয়াবা ট্যাবলেট। এই দম্পতি চট্টগ্রামে অবস্থান করে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জব্দ করা নগদ টাকার সবগুলো মাদক বিক্রির টাকা বলে গ্রেপ্তাররা জানিয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে র‌্যাব।