রাজধানীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে এএসআই গ্রেফতার - Southeast Asia Journal

রাজধানীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে এএসআই গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আজিজ রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন। গত রবিবার (৮ নভেম্বর) তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব-১০। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে গ্রেফতার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।