ফলাফল মানতে অস্বীকৃতি, মিয়ানমারে ফের নির্বাচনের দাবী সেনা সমর্থিত বিরোধী দলের - Southeast Asia Journal

ফলাফল মানতে অস্বীকৃতি, মিয়ানমারে ফের নির্বাচনের দাবী সেনা সমর্থিত বিরোধী দলের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত বিরোধী দল। নতুন করে ভোটের আয়োজন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গত ১১ নভেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি, তাই তারা নির্বাচন কমিশনকে আবার ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে।

মিয়ানমারের বৃহত্তম নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা পিপলস অ্যালায়েন্স ফর ক্রেডিবল ইলেকশন (পিএসিই) জানায়, কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল। মিয়ানমারে গত ৮ নভেম্বর রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক ফলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকায় সোমবার অং সান সু চির নেতৃত্বাধীন দলটি জয় দাবি করে। এ নির্বাচনকে সু চির এনএলডির নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকারের প্রশ্নে গণভোট হিসেবেই দেখা হচ্ছিল। মিয়ানমারে সু চির দল ব্যাপক জনপ্রিয় হলেও রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।