সশন্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম শুরু - Southeast Asia Journal

সশন্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে আয়কর মেলা বাদ দিয়েই এবার সীমিত পরিসরে সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের অভ্যন্তরের সেনা মালঞ্চে আজ সোমবার (২৩ নভেম্বর ) হতে দুই দিন ব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত হবে না বিধায় সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য কর্তৃক নিরাপদে আয়কর জমাদানে সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, আয়কর প্রদান কার্যক্রমে কর অঞ্চল- ৯ এর আওতাধীন সশস্ত্র বাহিনী এবং আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত ও পিআরএল ভোগরত সামরিক/অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত দৈনন্দিন আয়কর প্রদান কার্যক্রম চলমান থাকবে।