ভারতজুড়ে বামপন্থি দলগুলোর হরতালে ভাঙচুর-লাঠিপেটা
 
নিউজ ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ব্যাংক-বীমা-রেল-খনিসহ রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বামপন্থি দলগুলোর ডাকে ১২ ঘণ্টার হরতাল। দেশটির রাজধানী দিল্লি ছাড়াও এই ধর্মঘটের প্রভাব পড়েছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওড়িষা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে। ধর্মঘটে কংগ্রেস নৈতিক সমর্থন দিলেও এর বিরোধিতা করেছে বিজেপি-তৃণমূল।
লাল পতাকা হাতে নিয়ে বাজারের ঝাপ বন্ধ করে, কেউ রাস্তায় বসে গিয়ে কিংবা বাসের চালকের সামনে গিয়ে লাঠি উঁচিয়ে বন্ধ পালন করছেন বামপন্থীরা। ভারতজুড়ে ১৬টি বাম সংগঠনের ডাকা বন্ধে বড়ধরণের কোনও সহিংসতার ঘটনা না ঘটলেও বেশ কিছু জায়গায় ধাওয়া-পাল্টা-ধাওয়া- ভাঙচুর এবং লাঠিচার্জ এর মতো ঘটনা ঘটেছে।
দেশটির সবচেয়ে নজরকাড়া হরতাল পালনের ছবি দেখা গেছে মমতার রাজ্য পশ্চিমবঙ্গে। বেশকিছু রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারিকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কৃষক বিরোধী নীতির প্রতিবাদ, লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে মাসিক সাড়ে সাত হাজার টাকা এবং মাথা পিছু দশ কেজি খাদ্য শস্যের দাবিতে এই ধর্মঘটে কংগ্রেস নৈতিক সমর্থন দিয়ে পথে নামলেও মমতা প্রশাসন হরতাল রুখতে বিপুল সংখ্যক পুলিশ ও রাস্তায় অতিরিক্ত সরকারি বাস নামিয়েছে। তাই মোদির সঙ্গে তুমুল সমালোচনার মুখে পড়েছেন মমতাও। পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ জেলায় কমবেশি হরতালের প্রভাব পড়েছে। রাস্তায় বেসরকারি বাসসহ সাধারণ যানবাহন ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
