আনোয়ারুল ইসলামকে পুনরায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ - Southeast Asia Journal

আনোয়ারুল ইসলামকে পুনরায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খন্দকার আনোয়ারুল ইসলামকে আবারও পরবর্তী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০১৯ সালের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। তার বাড়ি টাঙ্গাইলে। তার স্ত্রী কামরুন নাহারও সচিব। ১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।