আফগানিস্তানে পৃথক বোমা হামলায় ২ পুলিশ সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবারের (২৬ ডিসেম্বর) এই ঘটনায় বেসামরিক একজন ব্যক্তি আহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। অপর এক ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। তবে তৃতীয় স্থানে বোমা হামলা চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ২২ ডিসেম্বরও কাবুলে গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তার কয়েকদিনের মাথায় এ ঘটনা বোমা হামলার ঘটনাগুলো ঘটলো।