ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রতিকূলতার বছর গেছে ২০২০: ভারতীয় সেনাপ্রধান - Southeast Asia Journal

ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রতিকূলতার বছর গেছে ২০২০: ভারতীয় সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছেন, ২০২০ সাল ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা প্রতিকূলতার বছর গেছে। পূর্ব লাদাখে চীনা আগ্রাসন, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লংঘন ও করোনা পরিস্থিতির মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সাবেক সেনা কর্মীদের শ্রদ্ধা জানাতে ভারতের রাজধানী দিল্লিতে আর্মড ফোর্সেস ভেতেরানস ডে পালনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত ১৩ জানুয়ারি বুধবার খোলাখুলিভাবে নারাভানে জানান, একযোগে কাজ করছে পাকিস্তান ও চীন। শুধু সামরিক নয় অন্য ধারাতেও তারা একসঙ্গে কাজ করছে। এর ফলে দুই দিক থেকেই আক্রমণ আসতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানান সেনাপ্রধান। সেরকম কোনও পরিস্থিতি হলে যেদিক থেকে বেশি বিপদ, সেটাকে আগে মোকাবিলা করা হবে।