খাগড়াছড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ১৭শ কেজি গাঁজা ধ্বংস, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে ডানে বানরকাটা এলাকায় র‌্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানেন সময় ঘটনাস্থল থেকে শান্তু চাকমা নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) লক্ষ্মীছড়ি জোনের ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানে বানরকাটা এলাকায় অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করে যৌথবাহিনীর সদস্যরা।

জানা গেছে, দুর্গম পাহাড়ী এলাকায় এসকল অবৈধ গাঁজা চাষাবাদ করে তা আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। যৌথ বাহিনীর সদস্যরা জব্দকৃত গাঁজা ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করে। দুর্গম এলাকাগুলোতে গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।