রাঙামাটির বাঘাইছড়িতে অসহায়দের মাঝে ইউপিডিএফ (গনতান্ত্রিক)’র কম্বল বিতরন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী শীতার্তের মাঝে কম্বল বিতরন করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গনতান্ত্রিক)। ১৯ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এসব কম্বল বিতরন করা হয়।
এসময় সংগঠনটির বাঘাইছড়ি ইউনিটের পরিচালক জানং চাকমা, সহকারী পরিচালক সমর চাকমা, ও জেএসএস এমএন লারমা দলের সভাপতি জ্ঞানোজিৎ চাকমা এবং জেএসএস (এমএন লারমা) দলের সাধারণ সম্পাদক জসি চাকমাসহ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০ জন পাহাড়ি ও ৩০ জন বাঙ্গালী অসহায় শীতার্ত এসব কম্বল পায়।
