খাগড়াছড়ির গুইমারায় শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২১ প্রতিযোগিতা - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২১ প্রতিযোগিতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে এবং সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্বাবধানে “বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১” অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে সিন্দুকছড়ি জোন সদরে প্রধান অতিথি হিসেবে ম্যারাথনে অংশগ্রহনের মাধ্যমে এর উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এসময় তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে সবাই উদ্দিপ্ত হয়ে দেশপ্রেম ও চেতনায় জাগ্রত হওয়ার পাশাপশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিজেকে উৎসর্গে দীপ্ত শপথে বলিয়ান হবেন।

পরে জোনের আরপি গেইট থেকে দৌড় আরম্ভ করে ৫ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে তৈকর্মা প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিন করে পুনরায় জোন সদরে এসে শেষ হয়।

এতে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম চিসতী, রিজিয়ন বি.এম মেজর ইমরান হোসেন, জোন উপ অধিনায়ক মেজর ফজলে রাব্বী, গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েত বিন কবির’সহ সকল পদবীর সেনা অফিসার ও শতাধিক সেনা সদস্য এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

প্রতিযোগীতায় কম সময়ে যথা স্থানে ফিরে আসা ৫জন সেনা সদস্যকে ম্যাডেল পরিয়ে দেন রিজিয়ন কমান্ডার।