খাগড়াছড়ির দূর্গম লক্ষীছড়িতে ৮শতক গাঁজা ক্ষেত ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৮ শতক গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের সদস্যরা অভিযান চালিয়ে ফটিকছড়িমুখ এলাকায় এসব ক্ষেত ধ্বংস করে।
এ সময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে গাঁজা চাষের সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় এসব ক্ষেত ধ্বংস করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির পাশাপাশি মাদক চোরাচালানের সাথে জড়িয়ে পড়েছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, খাগড়াছড়ির মহালছড়ি, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় অভিযান চালিয়ে গাঁজার ক্ষেত ধ্বংস করে নিরাপত্তাবাহিনী।