বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - Southeast Asia Journal

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারী নিহত হয়েছেন। এসময় ৫২ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের দক্ষিণ নৌঘাট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তবে নিহত ব্যক্তিকে ইয়াবা কারবারী বলে দাবি করলেও তার নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

লে. কর্নেল ফয়সল বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরের সার্ভার রুমের সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে দায়িত্বরত বিজিবির সদস্যরা দেখতে পায় হস্তচালিত একটি নৌকা নিয়ে দুইজন লোক মিয়ানমারের দিক থেকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করতে। এতে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে। উপস্থিতি টের পেয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে সন্দেহজনক দুইজন লোক অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ‘গোলাগুলির এক পর্যায়ে নৌকায় থাকা একজন লোক গুলিবিদ্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপর লোকটি নৌকা থেকে ঝাপ দিয়ে সাঁতরিয়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। গোলাগুলি থামার পর ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে পাওয়া যায় ৫২ হাজার ইয়াবা ও ১ টি দেশীয় তৈরি বন্দুক।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, সকালে শাহপরীরদ্বীপ এলাকায় নাফ নদীর পাড়ে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। বিজিবি ধারণা করছে, নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় লোকটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।