বান্দরবানে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩ কেজি ৭শ গ্রাম আ‌ফিম উদ্ধার, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবা‌নের থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থান থে‌কে ৩কে‌জি ৭শ গ্রাম আ‌ফিম উদ্ধার ক‌রে‌ছে র‌্যাব ও বি‌জি‌বি। আটক আফিম ব্যবসায়ীর লেংরাও ম্রো (১৯), সে থান‌চির ২নং তিন্দু ইউনিয়নের রেংবো পাড়ার রেংথোন ম্রোর ছে‌লে।

‌গত মঙ্গলবার (৯ মার্চ) সা‌ড়ে ৩টার সময় থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থা‌নে অ‌ভিযান চালায় র‌্যাব ও বি‌জি‌বি। স্থানীয় সোর্স এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকাস্থ থানচি বাজা‌রের মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থানে ক‌য়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান কর‌ছে।

এমন সংবা‌দ পে‌য়ে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল এবং র‌্যাব যৌথ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থে‌কে ১টি প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ প্যাকেটে ৩ কেজি ৭শ গ্রাম আ‌ফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূ‌ল্যে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। প‌রে উদ্ধারকৃত আ‌ফিমসহ মাদক ব্যবসায়ী‌কে থান‌চি থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে থান‌চি থানার উপপ‌রিদর্শক (এস আই) শাওন ব‌লেন, আ‌ফিমসহ একজন‌কে থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি মামলা হ‌য়ে‌ছে।