পশ্চিমবাংলার ভোটের পর তিস্তা চুক্তি বাস্তবায়ন, আশাবাদী পানিসম্পদ সচিব - Southeast Asia Journal

পশ্চিমবাংলার ভোটের পর তিস্তা চুক্তি বাস্তবায়ন, আশাবাদী পানিসম্পদ সচিব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিস্তাসহ সব অভিন্ন নদী নিয়ে ভারতের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পশ্চিমবাংলার নির্বাচনের পর পানি চুক্তির বাস্তবায়ন হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত মঙ্গলবার, নয়াদিল্লীতে যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় ভারত-বাংলাদেশ পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বুুধবার, দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র এ সচিব।

এসময় তিনি বলেন, ‘ভারত বলেছে, তাদের যে আগের অবস্থান অর্থাৎ ২০১১ সালে আমাদের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তি হয়েছিল সেটাই রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মত পার্থক্যের কারণে বিষয়টি আটকে আছে। তবে, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে এটার বাস্তবায়ন করা হবে।

তিনি আরো জানান, উভয়পক্ষই নদীর পানিবণ্টন, দূষণ প্রশমন, নদীর তীর রক্ষা, বন্যা ব্যবস্থাপনা, অববাহিকা ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। একটি যৌথ প্রযুক্তিগত কার্যনির্বাহী দল এই বিষয়ে তথ্য সরবরাহ করবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘২০১৯ সালের আগস্টে বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত বছর ভারতীয় সচিবকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমরা এক বছর পিছিয়ে যাই। এই বৈঠকটি আবার আমাদের গতকাল নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। তিস্তাসহ আমাদের সবগুলো অভিন্ন নদী নিয়ে আলোচনা হয়েছে। খুব পজিটিভ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’