রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ২ ব্যবসায়ী আহত, ইউপিডিএফ (গণতান্ত্রিক)র নিন্দা
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাবসায়ী আহত হয়েছেন। গত ২০ মার্চ সন্ধ্যায় সাজেকের একোইজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত মুদি ব্যবসায়ী হলেন মিজান (৩২) ও সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মোঃ সাগর (৩৫) সাজেক হতে মোটর সাইকেল যোগে বাঘাইহাট আসার পথে একোইজ্জাছড়ি নামক এলাকায় পৌছালে হঠাৎ তাদের উপর শর্টগানের ফায়ার এসে লাগে, এতে দুইজন আহত হয়।

পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে মাচালং আর্মি সেনা প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরে পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশংকামুক্ত বলে জানা যায়। সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। এদিন রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সময় তাদের কাছ থেকে ব্যবসায়ীক অর্থ লুটে নেয়ার তীব্র প্রতিবাদ জানায়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)র কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য প্রসীতপন্থী ইউপিডিএফকে দায়ী করা হয়। সে সাথে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনাশকারী প্রসীতপন্থী ইউপিডিএফ দলকে নিষিদ্ধ এবং জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।