ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
 
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। ২৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে এই সফরে এসেছেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। আনুষ্ঠানিকতা শেষে ডা. লোটে শেরিং সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত নৈশ ভোজে যোগ দিবেন তিনি।
আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর এবারের সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া আগামীকাল জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দিবেন। তিনদিনের সফর শেষে আগামী ২৫ মার্চ ভুটান ফিরে যাবেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে এরমই মধ্যে বাংলাদেশ সফর করেছেন। গতকাল নেপালের দ্বিতীয় এবং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ঢাকায় আসেন বিদ্যা দেবী ভাণ্ডারী।আজকে আসলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে।
