মিয়ানমারে পুলিশের গুলিতে আরো ১৩ জন নিহত
 
নিউজ ডেস্ক
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বুধবার আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে দেশটিতে প্রাণ গেল ৫৮০ জনের বেশি বিক্ষোভকারীর।
এদিকে, স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ইয়াঙ্গুনে একটি চীনা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
সেনাবাহিনীর দমনপীড়ন উপেক্ষা করেই মিয়ানামারে দুই মাসের বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ-ধর্মঘট চলছে। প্রতিদিনই ঘটছে প্রাণহানির ঘটনা।
বুধবার মিয়ানমারের কালে শহরে বিক্ষোভকারীদের ক্যাম্প সাইট থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কয়েকটি মরদেহ দেখতে পেয়েছেন।
ইয়াঙ্গুনের কাছে বাগো শহরেও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। এদিকে চীনা মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিন চীনের পতাকা পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। তারা চীনের পণ্য বয়কটের আহ্বান জানান।
ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং মন্তব্য করেছেন, আইন অমান্য আন্দোলন, মিয়ানমারকে ধ্বংস করে দিচ্ছে।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, আইন অমান্য আন্দোলনের কারণে আমাদের দেশে হাসপাতাল, স্কুল, বিভিন্ন দপ্তর ও কারখানা স্থবির হয়ে আছে। প্রতিবেশি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিরোধীতা করলেও, তারা ব্যবসার ক্ষতি করছে না। দেশ ধ্বংসের জন্য বিক্ষোভের নামে সহিংসতা চলছে।
এদিকে, মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে বলে সতর্ক করেছে রাশিয়া।
