চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫
নিউজ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচ শ্রমিক। আহত হয়েছেন আরো ২৫ জন। আজ শনিবার (১৭ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আহমদ রেজা, শুভ, রনি, মাহমুদুল ও রায়হান।
বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। এরই জের ধরে সকাল সাড়ে আটটার দিকে, গন্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল নেয়ার পথে মারা যান আরো একজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, ২০১৬ সালের এপ্রিলে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত হন।