লিবিয়া উপকূল থেকে ২১৬ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ২৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত ২৭ এপ্রিল মঙ্গলবার বিপদ সংকেত পাওয়ার পর দুটি উদ্ধারকারী জাহাজ পাঠায় মানবাধিকার সংগঠন ওশান ভাইকিং। উদ্ধার হওয়াদের অধিকাংশকেই অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর ডেইলি সাবাহ’র।

অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগ পশ্চিম আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে ১১৪ জনই অল্প বয়স্ক।

একের পর এক প্রাণহানির পরও থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা। উন্নত জীবনের আশায় প্রায়ই ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান অভিবাসনপ্রত্যাশীরা।